অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের প্রহসনের ও তামাশার নির্বাচনের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে এবার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি জানান, অতীতের অভিজ্ঞতা দেশকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে; তাই এবার এমন নির্বাচন আয়োজন করতে হবে যা দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল দীর্ঘদিন স্মরণ রাখবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, কোনো পক্ষপাতিত্ব এড়াতে পুলিশ সুপারদের দায়িত্ব দৈবচয়নের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়; এটি গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা খুঁত ধরার চেষ্টা করবেন, কিন্তু লক্ষ্য থাকবে এমন একটি নির্বাচন উপহার দেওয়া যাতে তারা বলতে পারে—এ রকম নির্বাচন আগে দেখেনি।
ড. ইউনূস জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের একটি বড় অংশ এই নির্বাচন। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডেস্ক নিউজ 


















