কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন নেওয়ার সময়সূচি পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারেনি। তিনি বলেন, সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এটি ঢাকায় পৌঁছাতে পারে।
ফখরুল আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ডের অনুমতি মিললে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।
ডেস্ক নিউজ 

















