Dhaka ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • 25

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তৃতীয়বারের মতো যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, নতুন করে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স এলেই যেকোনো দিন নেওয়া হবে।

বিএনপির এক চিকিৎসক জানান, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। ফ্লাই করার উপযোগী অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। অন্যদিকে নতুন করে ব্যবস্থা করা কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ৬ ডিসেম্বর আসার কথা থাকলেও তা পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকা ছাড়তে পারে বিমানটি।

আগে ৬ ডিসেম্বর সকালে তাকে লন্ডন নেওয়ার কথা ছিল, তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি পাওয়ায় সে পরিকল্পনা ভেস্তে যায়। পরে জানানো হয় সব ঠিক থাকলে শনিবার বিমানটি ঢাকায় পৌঁছাতে পারে এবং শরীর অনুকূল থাকলে রোববার নেওয়া হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যাত্রার সময় সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এখন তার চিকিৎসায় যুক্ত হয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, চোখের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

Update Time : ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তৃতীয়বারের মতো যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, নতুন করে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স এলেই যেকোনো দিন নেওয়া হবে।

বিএনপির এক চিকিৎসক জানান, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। ফ্লাই করার উপযোগী অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। অন্যদিকে নতুন করে ব্যবস্থা করা কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ৬ ডিসেম্বর আসার কথা থাকলেও তা পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকা ছাড়তে পারে বিমানটি।

আগে ৬ ডিসেম্বর সকালে তাকে লন্ডন নেওয়ার কথা ছিল, তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি পাওয়ায় সে পরিকল্পনা ভেস্তে যায়। পরে জানানো হয় সব ঠিক থাকলে শনিবার বিমানটি ঢাকায় পৌঁছাতে পারে এবং শরীর অনুকূল থাকলে রোববার নেওয়া হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যাত্রার সময় সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এখন তার চিকিৎসায় যুক্ত হয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, চোখের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।