Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একদিকে রায় অন্যদিকে মবক্রেসি, কীসের আলামত জানি না: মির্জা ফখরুল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 30

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার সময় একটি মহল সচেতনভাবে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, একদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি বা সহিংসতা সৃষ্টি করা হচ্ছে—এটা কীসের ইঙ্গিত তা তিনি বুঝতে পারছেন না।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল অন্য দিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। তিনি আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; এটি স্বাধীনচেতা গণতান্ত্রিক দল, যা সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

তার মতে, দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে যেতে না দিতে হলে গণতন্ত্রে ফেরা ছাড়া বিকল্প নেই। বিচার বিভাগ, গণমাধ্যম ও সংসদ আদৌ স্বাধীন ও কার্যকর কি না—এসব নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সবার ঐক্যই এ পরিস্থিতি মোকাবিলার পথ।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বহু বছর ধরে ১০, ২৭ ও ৩১ দফার মাধ্যমে সংস্কারের কথা বলে আসছে। এখন একটি মহল এসব সংস্কারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনুষ্ঠানের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে আরও বিস্তৃতভাবে এমন ডকুমেন্টারি তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

একদিকে রায় অন্যদিকে মবক্রেসি, কীসের আলামত জানি না: মির্জা ফখরুল

Update Time : ১২:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার সময় একটি মহল সচেতনভাবে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, একদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি বা সহিংসতা সৃষ্টি করা হচ্ছে—এটা কীসের ইঙ্গিত তা তিনি বুঝতে পারছেন না।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল অন্য দিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। তিনি আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; এটি স্বাধীনচেতা গণতান্ত্রিক দল, যা সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

তার মতে, দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে যেতে না দিতে হলে গণতন্ত্রে ফেরা ছাড়া বিকল্প নেই। বিচার বিভাগ, গণমাধ্যম ও সংসদ আদৌ স্বাধীন ও কার্যকর কি না—এসব নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সবার ঐক্যই এ পরিস্থিতি মোকাবিলার পথ।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বহু বছর ধরে ১০, ২৭ ও ৩১ দফার মাধ্যমে সংস্কারের কথা বলে আসছে। এখন একটি মহল এসব সংস্কারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনুষ্ঠানের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে আরও বিস্তৃতভাবে এমন ডকুমেন্টারি তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।