নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন।”
বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় মির্জা ফখরুল বলেন, যেদিন আমাদের নেতা বাংলাদেশে আসবেন, সেদিন সমগ্র দেশ কেঁপে উঠবে। তিনি যোগ করেন, তারা বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য নেতৃত্বের চিন্তাভাবনা বাস্তবায়িত করতে চান।
মহাসচিব বলেন, “এ নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। অনেক বাধা আসবে, প্রচারণা হবে, কিন্তু আমরা এগিয়ে যাব। বিএনপি কখনো পরাজিত হয়নি, হবে না।”
তিনি ১৯৭১ সালের প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা তা নিকৃষ্টতম প্রজন্ম বলছে, তাদের ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করতে হবে। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের জনগণের সামনে কার্যক্রম তুলে ধরার আহ্বান জানান।
কর্মশালার আহ্বায়ক ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অনুষ্ঠানের সঞ্চালক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
ডেস্ক নিউজ 




















