যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ধনী ও যোগ্য ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, এই ভিসা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ তৈরি করবে এবং মার্কিন কোম্পানিগুলোকে দক্ষ কর্মী ধরে রাখতে সহায়তা করবে। আগ্রহী আবেদনকারীদের ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন জমার সময় ১৫ হাজার ডলার ফি দিতে হবে। যাচাই সম্পন্ন হলে ‘উপহার’ বা চাঁদা হিসেবে আরও ১০ লাখ ডলার প্রদান করতে হবে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ভিসা গ্রিন কার্ডের মতোই স্থায়ী বসবাস ও কাজের অধিকার দেবে বলে জানানো হয়েছে। ট্রাম্পের ভাষায় এটি প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে “ভালো, শক্তিশালী এবং নাগরিকত্বের আদর্শ পথ।”
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাক-নিবন্ধন পর্যায়েই প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে এবং শত শত কোটি ডলার রাজস্ব আসবে বলে তার প্রত্যাশা।
ডেস্ক নিউজ 






















