সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার বিকেলে রাজধানীর মালিবাগে তার বাসা থেকে ডিবির একটি দল তাকে নিয়ে সংস্থার কার্যালয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। বিকেলে তার বাসা থেকে তাঁকে ডিবি অফিসে আনা হয়েছে। তবে তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না, সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।
শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান।
ডেস্ক নিউজ 






















