Dhaka ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে চড়া সবজির দাম, বেড়েছে ডিম-মুরগিরও

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 186

কয়েকদিনের বৃষ্টিতে বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সঙ্গে দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি। তবে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজি বিক্রেতারা বলছেন, আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি ৬০ টাকার বেশি দরে কিনতে হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টি সবজির চড়া দামকে আরও উসকে দিয়েছে।

বাজারে প্রতিকেজি বেগুন, ঝিঙা, কচুর লতি, করলা কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। যা ৫-৬ দিন আগেও খানিকটা কমে এসেছিল। বৃষ্টির কারণে আবারও বাড়ছে।

ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। টমেটোর দাম উঠেছে ১৮০ থেকে ২০০ টাকা প্রতিকেজি।

সবজির পাশাপাশি শাক কিনতে গিয়েও ভোক্তার স্বস্তি নেই। এক আঁটি লালশাক কিনতে কমপক্ষে ২০ টাকা লাগছে। বাজারে লাউশাক, কলমিশাক, কচুশাক এবং পুঁইশাক পাওয়া যাচ্ছে বেশি। এর মধ্যে কলমি ও লালশাকের দামই সবচেয়ে কম। লাউশাক কিনতে খরচ হচ্ছে বাজাভেদে ৪০ থেকে ৫০ টাকা, কলমিশাক ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত প্রতিআঁটি বিক্রি হচ্ছে।

ব্র‍য়লার মুরগির দামে খানিকটা স্থিতিশীলতা লক্ষ্য করা গেলেও বেড়েছে সোনালি জাতের মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বাজারভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। তবে প্রতিকেজি সোনালি মুরগির দাম বেড়ে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। যা কয়েকদিন আগে ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে ছিল।

চালের দাম কমার কোনো প্রবণতা নেই বাজারে। প্রায় দেড় মাস ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের দামই এখন ৬০ টাকার ওপরে। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজিরশাইল রয়েছে, যা শুধু ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বাকি সব চালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শেষমেশ শাপলা কলিতেই রাজি এনসিপি

বৃষ্টিতে চড়া সবজির দাম, বেড়েছে ডিম-মুরগিরও

Update Time : ০২:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

কয়েকদিনের বৃষ্টিতে বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সঙ্গে দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি। তবে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজি বিক্রেতারা বলছেন, আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি ৬০ টাকার বেশি দরে কিনতে হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টি সবজির চড়া দামকে আরও উসকে দিয়েছে।

বাজারে প্রতিকেজি বেগুন, ঝিঙা, কচুর লতি, করলা কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। যা ৫-৬ দিন আগেও খানিকটা কমে এসেছিল। বৃষ্টির কারণে আবারও বাড়ছে।

ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। টমেটোর দাম উঠেছে ১৮০ থেকে ২০০ টাকা প্রতিকেজি।

সবজির পাশাপাশি শাক কিনতে গিয়েও ভোক্তার স্বস্তি নেই। এক আঁটি লালশাক কিনতে কমপক্ষে ২০ টাকা লাগছে। বাজারে লাউশাক, কলমিশাক, কচুশাক এবং পুঁইশাক পাওয়া যাচ্ছে বেশি। এর মধ্যে কলমি ও লালশাকের দামই সবচেয়ে কম। লাউশাক কিনতে খরচ হচ্ছে বাজাভেদে ৪০ থেকে ৫০ টাকা, কলমিশাক ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত প্রতিআঁটি বিক্রি হচ্ছে।

ব্র‍য়লার মুরগির দামে খানিকটা স্থিতিশীলতা লক্ষ্য করা গেলেও বেড়েছে সোনালি জাতের মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বাজারভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। তবে প্রতিকেজি সোনালি মুরগির দাম বেড়ে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। যা কয়েকদিন আগে ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে ছিল।

চালের দাম কমার কোনো প্রবণতা নেই বাজারে। প্রায় দেড় মাস ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের দামই এখন ৬০ টাকার ওপরে। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজিরশাইল রয়েছে, যা শুধু ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বাকি সব চালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।