আজ সোমবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। মওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজার প্রাঙ্গণে তার পরিবার ও ভাসানী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। এছাড়া ভাসানীর মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী মেলা চলছে।
মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে সিরাজগঞ্জে জন্ম হলেও তিনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে তার মাজারে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে। কিছুদিন আগে থেকেই মওলানা ভাসানীর ভক্ত-অনুসারী ও মুরিদানরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সন্তোষে এসে জড়ো হয়েছেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের সন্তোষে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ চলছে। গত ১১ নভেম্বর এ মেলার উদ্বোধন করেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া প্রতি বছরের মতো এবারো মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগার দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণসভা ও গণভোজসহ সাত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
ডেস্ক নিউজ 





















