ভারতের হিমাচল প্রদেশে মঞ্চে অভিনয় করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অভিনেতা অমরেশ মহাজন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে চাম্বার চৌগানে অনুষ্ঠিত রামলীলা মঞ্চায়নের সময় তিনি রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম লোকমাত টাইমসের তথ্য অনুযায়ী, ডায়ালগ বলার সময় হঠাৎ বাঁ-দিকে হেলে পড়েন মহাজন এবং পাশে থাকা সহশিল্পীর কাঁধে ভর দেন। প্রথমে দর্শক ও কলাকুশলীরা এটিকে নাটকের অংশ ভেবেছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বোঝা যায় পরিস্থিতি গুরুতর।
শ্রী রামলীলা ক্লাব চাম্বারের সভাপতি স্বপন মহাজন জানান, “মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।”
অমরেশ মহাজনের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই দীর্ঘ অভিনয়জীবন কাটিয়েছেন এবং দর্শকদের মধ্যে প্রিয় ও সমাদৃত ছিলেন।
ডেস্ক নিউজ 














