বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত প্রশমনে ভূমিকা রাখায় প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন।
ফিফার বিবৃতিতে জানানো হয়, শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী ও অসাধারণ উদ্যোগ গ্রহণকারী এবং বিশ্বব্যাপী মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে। গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি পুরস্কারটি চালু করার সিদ্ধান্ত নেয়।
পুরস্কার গ্রহণের পর ট্রাম্প বলেন, “এটি সত্যিই আমার জীবনের একটি বড় সম্মান। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি।”
অনুষ্ঠানে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করা হয়। ইনফান্তিনো বলেন, “এটি আপনার পুরস্কার, এটি আপনার শান্তি পুরস্কার।”
২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
বছরজুড়ে শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্যতা নিয়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নোবেল তালিকায় জায়গা হয়নি ট্রাম্পের।
ডেস্ক নিউজ 























