Dhaka ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 12

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মচারীরা প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করবেন।

অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১২ বছরে ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। মেট্রোরেল চালুর পর থেকে নিরলসভাবে কাজ করলেও তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, ওভারটাইম ও গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বলে জানান।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশে ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের পর কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে নিয়ম প্রণয়নের আশ্বাস দিলেও সে প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

কর্মচারীরা জানিয়েছেন, সার্ভিস রুলের সব ধারা পরিচালনা পর্ষদ অনুমোদন করলেও বিশেষ বিধানসংক্রান্ত একাদশ অধ্যায়—যা প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের বিষয়—বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, এই বিধান প্রচলিত আইন ও আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

কর্মচারীরা স্পষ্ট জানিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর ভোর ৭টা থেকে কর্মবিরতি পালন করা হবে এবং যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে যাত্রী ভোগান্তি সৃষ্টি হলেও এর দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে তারা মন্তব্য করেন।

তাদের বক্তব্য—চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত নয়; তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

Update Time : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মচারীরা প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করবেন।

অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১২ বছরে ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। মেট্রোরেল চালুর পর থেকে নিরলসভাবে কাজ করলেও তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, ওভারটাইম ও গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বলে জানান।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশে ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের পর কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে নিয়ম প্রণয়নের আশ্বাস দিলেও সে প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

কর্মচারীরা জানিয়েছেন, সার্ভিস রুলের সব ধারা পরিচালনা পর্ষদ অনুমোদন করলেও বিশেষ বিধানসংক্রান্ত একাদশ অধ্যায়—যা প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের বিষয়—বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, এই বিধান প্রচলিত আইন ও আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

কর্মচারীরা স্পষ্ট জানিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর ভোর ৭টা থেকে কর্মবিরতি পালন করা হবে এবং যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে যাত্রী ভোগান্তি সৃষ্টি হলেও এর দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে তারা মন্তব্য করেন।

তাদের বক্তব্য—চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত নয়; তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।