ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ইট সংগ্রহ করতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরের অন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্য পাওয়া যায়নি।
পুলিশের ব্যাখ্যা অনুযায়ী, কিশোরটি একজন কালেক্টর এবং বিভিন্ন জায়গা থেকে স্মৃতিচিহ্ন সংগ্রহ করতেন। আজ তিনি ৩২ নম্বরে ইট সংগ্রহ করতে এসেছিলেন। তার কাছে একটি ইট পাওয়া গেছে। কিশোরটি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা এবং নবম শ্রেণির ছাত্র। তাকে তার বাবা-মায়ের হাতে হস্তান্তর করা হবে।
সহকারী কমিশনার বলেন, “ছোট মানুষ হওয়ায় একা পথে ছেড়ে দিলে বিপদ হতে পারে, তাই তাকে হেফাজতে রাখা হয়েছে।”
গত বছরের ৫ আগস্ট, শেখ হাসিনা দেশত্যাগের পর শেখ মুজিবের ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির দিনে বাড়িটির অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ ঢাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি বিবেচনায় কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ডেস্ক নিউজ 
























