Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড পারিশ্রমিকে আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

ভারত-পাকিস্তান যুদ্ধে ভাগ্য সুপ্রসন্ন হলো মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ডাক এসেছে তার। সবকিছু ঠিক থাকলে ফিরছেন পুরনো ডেরায়, রেকর্ড টাকা নিয় খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

ভারত ও পাকিস্তানের যুদ্ধের কারণে গত সপ্তাহে মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। তবে দুই পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় আবারো ১৭ মে মাঠে গড়াচ্ছে খেলা। যার অংশ হতে যাচ্ছেন মোস্তাফিজ।

যুদ্ধ শুরু হলে আইপিএল ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান দিল্লির জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। তবে খেলা আবারো মাঠে গড়ালেও জানা গেছে তিনি আর ফিরছেন না। সুবাদে তার বিকল্প হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।

আজ (বুধবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাতে দুই বছর পর পুরনো দলে ফিরছেন মোস্তাফিজ। এবার নিলামে দল না পেলেও ভাগ্য তাকে সুযোগ করে দিয়েছে।

সেই সুযোগটাও এসেছে বড় করে। মোস্তাফিজই এখন বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। ৬ কোটি রূপিতে বাঁ হাতি এই পেসারকে দলে নিল দিল্লি।

এর আগে মুম্বাই ইন্ডিয়ানসে সর্বোচ্চ ২.২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন মোস্তাফিজ। এবারের আসরেও তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি।

গত আসরে মোস্তাফিজ খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। যেখানে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। সব মিলিয়ে ২০১৬ থেকে শুরু করে আইপিএলে গত ৮ বছরে খেলেছেন ৫৭ ম্যাচ, উইকেট ৬১টি।

চেন্নাইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস-এই পাঁচ ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারের।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেন মোস্তাফিজ। সে বছর ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আসরে এখনো তিন ম্যাচ বাকি রয়েছে দিল্লির। ১৮ মে গুজরাট, ২১ মে মুম্বাই ও ২৪ মে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে তারা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দিল্লির অবস্থান এখন পাঁচে।

প্লে অফ খেলার জোরালো সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে দলটি। অন্যথায় মাত্র ৩ ম্যাচ খেলেই ছয় কোটি রূপি পকেটে ভরবেন মোস্তাফিজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

রেকর্ড পারিশ্রমিকে আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

Update Time : ০৮:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধে ভাগ্য সুপ্রসন্ন হলো মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ডাক এসেছে তার। সবকিছু ঠিক থাকলে ফিরছেন পুরনো ডেরায়, রেকর্ড টাকা নিয় খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

ভারত ও পাকিস্তানের যুদ্ধের কারণে গত সপ্তাহে মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। তবে দুই পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় আবারো ১৭ মে মাঠে গড়াচ্ছে খেলা। যার অংশ হতে যাচ্ছেন মোস্তাফিজ।

যুদ্ধ শুরু হলে আইপিএল ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান দিল্লির জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। তবে খেলা আবারো মাঠে গড়ালেও জানা গেছে তিনি আর ফিরছেন না। সুবাদে তার বিকল্প হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।

আজ (বুধবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাতে দুই বছর পর পুরনো দলে ফিরছেন মোস্তাফিজ। এবার নিলামে দল না পেলেও ভাগ্য তাকে সুযোগ করে দিয়েছে।

সেই সুযোগটাও এসেছে বড় করে। মোস্তাফিজই এখন বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। ৬ কোটি রূপিতে বাঁ হাতি এই পেসারকে দলে নিল দিল্লি।

এর আগে মুম্বাই ইন্ডিয়ানসে সর্বোচ্চ ২.২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন মোস্তাফিজ। এবারের আসরেও তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি।

গত আসরে মোস্তাফিজ খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। যেখানে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। সব মিলিয়ে ২০১৬ থেকে শুরু করে আইপিএলে গত ৮ বছরে খেলেছেন ৫৭ ম্যাচ, উইকেট ৬১টি।

চেন্নাইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস-এই পাঁচ ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারের।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেন মোস্তাফিজ। সে বছর ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আসরে এখনো তিন ম্যাচ বাকি রয়েছে দিল্লির। ১৮ মে গুজরাট, ২১ মে মুম্বাই ও ২৪ মে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে তারা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দিল্লির অবস্থান এখন পাঁচে।

প্লে অফ খেলার জোরালো সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে দলটি। অন্যথায় মাত্র ৩ ম্যাচ খেলেই ছয় কোটি রূপি পকেটে ভরবেন মোস্তাফিজ।