Dhaka ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সতীর্থদের নিয়ে বেফাঁস মন্তব্য, দুঃখপ্রকাশ রিশাদের

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িকভাবে স্থগিত হওয়ার পর দেশে ফেরার পথে দুবাইয়ে বাংলাদেশের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন এক সাক্ষাৎকারে ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। পরে নিজের মন্তব্যের জন্য পরে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।

দুবাই পৌছে বিমানবন্দরে রিশাদ সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা একটি সংকট কাটিয়ে দুবাই পৌঁছেছি। পাকিস্তানের বিমানবন্দর ছাড়ার ২০ মিনিট পরই সেখানে মিসাইল আক্রমণ হয়—খবরটা শুনে ভয় ও দুঃখ পেয়েছিলাম। এখন দুবাইয়ে এসে স্বস্তি পেয়েছি।’

সেই উত্তেজনাকর অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন রিশাদ। সবচেয়ে বিতর্কিত অংশ আসে যখন রিশাদ বলেন, ‘টম কারেন শিশুদের মতো কাঁদছিল। তাকে সামলাতে ২-৩ জন লোক লেগেছিল। আর ড্যারিল মিচেল বলেছে, সে আর কখনো পাকিস্তানে আসবে না।’

রিশাদের এই বক্তব্য ঘিরে ক্রিকেট মহলে বিস্তর আলোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রিশাদ লিখেছেন, ‘আমি জানতে পেরেছি যে আমার সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এই মন্তব্য করেছিলাম। মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’

২২ বছর বয়সী রিশাদ এরপর দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘এর ফলে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি। যেখানে সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকি।’

যুদ্ধবিরতির পর শিগগিরই পিএসএল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিএসএল)। সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে পারে। রিশাদ এখন সেই অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন, ‘পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি আমার দলে যোগ দেব। এখন সেদিকেই তাকিয়ে আছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সতীর্থদের নিয়ে বেফাঁস মন্তব্য, দুঃখপ্রকাশ রিশাদের

Update Time : ০২:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িকভাবে স্থগিত হওয়ার পর দেশে ফেরার পথে দুবাইয়ে বাংলাদেশের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন এক সাক্ষাৎকারে ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। পরে নিজের মন্তব্যের জন্য পরে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।

দুবাই পৌছে বিমানবন্দরে রিশাদ সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা একটি সংকট কাটিয়ে দুবাই পৌঁছেছি। পাকিস্তানের বিমানবন্দর ছাড়ার ২০ মিনিট পরই সেখানে মিসাইল আক্রমণ হয়—খবরটা শুনে ভয় ও দুঃখ পেয়েছিলাম। এখন দুবাইয়ে এসে স্বস্তি পেয়েছি।’

সেই উত্তেজনাকর অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন রিশাদ। সবচেয়ে বিতর্কিত অংশ আসে যখন রিশাদ বলেন, ‘টম কারেন শিশুদের মতো কাঁদছিল। তাকে সামলাতে ২-৩ জন লোক লেগেছিল। আর ড্যারিল মিচেল বলেছে, সে আর কখনো পাকিস্তানে আসবে না।’

রিশাদের এই বক্তব্য ঘিরে ক্রিকেট মহলে বিস্তর আলোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রিশাদ লিখেছেন, ‘আমি জানতে পেরেছি যে আমার সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এই মন্তব্য করেছিলাম। মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’

২২ বছর বয়সী রিশাদ এরপর দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘এর ফলে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি। যেখানে সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকি।’

যুদ্ধবিরতির পর শিগগিরই পিএসএল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিএসএল)। সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে পারে। রিশাদ এখন সেই অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন, ‘পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি আমার দলে যোগ দেব। এখন সেদিকেই তাকিয়ে আছি।’