Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 11

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে শোকজের জবাব জমা দেন।

ডা. ধনদেব জানান, ডিজির কাছে বয়সে বড় হওয়ায় শ্রদ্ধার সাথে আচরণ করা উচিত ছিল। উত্তেজনার কারণে তার পক্ষ থেকে বেয়াদবি হয়েছে বলে তিনি স্বীকার করেন। এ জন্য শোকজের জবাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

শনিবার সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শন করেন ডিজি আবু জাফর। এ সময় কক্ষের ভেতরে টেবিল থাকার বিষয়ে প্রশ্ন করলে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব তর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডা. ধনদেব গণমাধ্যমকে বলেন, তিনি ডিজির কাছ থেকে সমস্যাগুলো নিয়ে আলোচনা আশা করেছিলেন, কিন্তু ডিজি কক্ষের টেবিল নিয়ে কথা বলেন। তিনি আরও জানান, চাকরি জীবনে তার নানা ব্যাঘাত ঘটেছে, সে তুলনায় অন্যরা অধ্যাপক হয়েছেন; তাই সাসপেনশন হলেও তিনি বিচলিত নন।

হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান জানান, চিকিৎসককে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক

Update Time : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে শোকজের জবাব জমা দেন।

ডা. ধনদেব জানান, ডিজির কাছে বয়সে বড় হওয়ায় শ্রদ্ধার সাথে আচরণ করা উচিত ছিল। উত্তেজনার কারণে তার পক্ষ থেকে বেয়াদবি হয়েছে বলে তিনি স্বীকার করেন। এ জন্য শোকজের জবাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

শনিবার সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শন করেন ডিজি আবু জাফর। এ সময় কক্ষের ভেতরে টেবিল থাকার বিষয়ে প্রশ্ন করলে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব তর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডা. ধনদেব গণমাধ্যমকে বলেন, তিনি ডিজির কাছ থেকে সমস্যাগুলো নিয়ে আলোচনা আশা করেছিলেন, কিন্তু ডিজি কক্ষের টেবিল নিয়ে কথা বলেন। তিনি আরও জানান, চাকরি জীবনে তার নানা ব্যাঘাত ঘটেছে, সে তুলনায় অন্যরা অধ্যাপক হয়েছেন; তাই সাসপেনশন হলেও তিনি বিচলিত নন।

হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান জানান, চিকিৎসককে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।