ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে পুলিশ দুইটি পৃথক ঘটনায় দুইজনকে আটক করেছে। প্রথমে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, হাবিবুর রহমানের ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট এবং হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। তাকে থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে একই এলাকা থেকে ছাত্রলীগ সদস্য সন্দেহে নির্জন আমিন খান নামে এক ১৪ বছর বয়সী শিক্ষার্থীকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
পুলিশ বলেছে, এই আটককৃতদের সঙ্গে আরও কারা যুক্ত আছে তা নির্ধারণের জন্য জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।
ডেস্ক নিউজ 
























