নিত্যপণ্যের বাজারে চাপ কমছে না ভোক্তাদের ওপর। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও তা চড়া। পুরোনো পেঁয়াজের দাম বেশি থাকায় বাজারে ক্রেতাদের চাপ রয়েছে। সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও খুচরা বাজারে বেশিরভাগ মাছের দাম এখনও বেশি।
রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, পেঁয়াজের দাম দু’এক টাকা কম বা বেশি, নতুন মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ১১০–১২০ টাকা, পুরোনো পেঁয়াজ ১৩০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আজকের বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০–৩৫০ টাকায়, কই মাছ ২৫০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০–২৫০ টাকা, পাবদা ৩০০–৩৫০ টাকা, বড় চিংড়ি ৮০০–৯০০ টাকা, পাঙাস ১৮০ টাকা, শোল ৮০০ টাকা, টেংড়া ৫০০–৬০০ টাকা এবং মলা ৪০০–৪৫০ টাকায়।
মুরগি ও মাংসের দামও বেশি। ব্রয়লার প্রতি কেজি ১৭০–১৮০ টাকা, সোনালি ২৮০ টাকা, লেয়ার ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন আলুর দাম কেজিতে ৪০–৫০ টাকা এবং নতুন লাল আলু ৭০ টাকার আশেপাশে। পুরোনো আলু ২০–২৫ টাকায় পাওয়া যাচ্ছে। ডিমের দাম দুই সপ্তাহ ধরে কম, ফার্মের এক ডজন ডিম ১২০ টাকা।
ডেস্ক নিউজ 























